Call Us

01712182358

EKMS পল্লী চিকিৎসক

আমদের প্রতিষ্ঠান, আধুনিক টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।বাংলাদেশ সরকার অনুমোদিত সোসাইটিজ রেজিষ্ট্রেশন এক্ট ১৮৬০ ( xxi ) এর রেজিষ্ট্রেশন নং- এস- ৩৩৭১(১৬০)০৩ এবং স্বাস্থ্য অধিদপ্তর বেসরকারি প্রশিক্ষণ স্বারক নং- ১৫৯৯৫ অধীন ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, টাঈাইল, শেরপুর, নেএকোনা জেলায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করার অনুমোতি রয়েছে।

 

উদ্দেশ্য সমূহ:-

বাংলাদেশের প্রতিটি গ্রাম গঞ্জে প্রতিটি ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পোঁছে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু জনসংখ্যা আধিক্যের কারণে এবং বেশির ভাগ শিক্ষিত ডাক্তার শহরমুখী হওয়ায় পল্লী গ্রামের সাধারণ মানুষ এই সেবা সু-চিকিৎসা হতে বঞ্ছিত হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষার্থে বাংলাদেশ সরকার ২০৪১ সালের মধ্যে ” সবার জন্য সু- স্বাস্থ্য” সেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। কিন্তু তৃণমূল পর্যায় হতে সকলের আন্তরিক সহযোগী মনোভাব সৃষ্টি না হলে এই উদ্যোগ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সোসাইটিজ এক্ট এর অধীন নিবন্ধনকৃত E.K.M.S পল্লী চিকিৎসক প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলে, পল্লী গ্রামের সাধারণ মানুষের সু-চিকিৎসা নিশ্চিতকরন সহ বেকার যুবক /যুবতীরা প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে “স্বাস্থ্য কর্মী” ( পল্লী চিকিৎসক ) হিসেবে, গড়ে তোলার লক্ষ্যে “প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষণ”।
যারা এখনো বেকার অবস্থায় আছেন তারা এখোনি ” E.K.M.S পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্স” করে নিজের ক্যারিয়ার গড়ে তোলুন। প্রশিক্ষণ নেওয়ার জন্য আজি যোগাযোগ করুন।
মোবাইল- ০১৭১২-১৮২৩৫৮